জানুয়ারি ১১, ২০২৫

২০১০ সালে ভারতীয় ব্যবসায়ী এবং বাল্যবন্ধু সোহরাব মির্জাকে ধোঁকা দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা।

গত শনিবার হঠাৎ করেই সবকিছু বদলে যায়। ভেঙে চুরমার হয়ে যায় সানিয়া-শোয়েব মালিকের দীর্ঘ ১৩ বছরের সংসার জীবন। তাদের পাঁচ বছর বয়সি একটি পুত্রসন্তান রয়েছে।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে ছেড়ে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। তারপরই জানা যায় সানিয়ার সঙ্গে আগেই ডিভোর্স হয়েছে শোয়েব মালিকের।

শোয়েব মালিক ও সানা জাভেদকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা।

সানিয়া মির্জার পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে তার পরিবার। সেখানে লেখা রয়েছে- ‘সানিয়া সবসময় তার ব্যক্তিগত জীবনকে জনসমক্ষের আড়ালে রেখেছেন; কিন্তু আজ এমন একটা পরিস্থিতি যে, সে জানাতে বাধ্য হয়েছে শোয়েবের সঙ্গে বেশ কয়েক মাস আগেই তার বিচ্ছেদ হয়ে গেছে। সানিয়া শোয়েবকে তার নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানায়! এটা ওর জীবনের খুব সংবেদনশীল একটা সময়, আমরা সব অনুরাগী, শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব- কোনোরকম জল্পনায় কান না দিয়ে ওর গোপনীয়তাকে সম্মান জানানোর।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...