নভেম্বর ৯, ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) চারটি সংস্থা আবেদন করেছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব। মঙ্গলবার দুপুরে তিনি এ কথা জানান। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এখন পর্যন্ত কেমন সাড়া পেয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আশোক কুমার বলেন, এখন পর্যন্ত ১২টি দেশের পর্যবেক্ষক দল ও ৪টি সংস্থা আমাদের কাছে আবেদন করেছে। এর মধ্যে ব্যক্তি হিসেবে ৩০-৩২ জনের আবেদন আমরা পেয়েছি   । আর সংস্থা হিসেবে এনডিআই, আইআরআই, আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়ন আবেদন করেছে।

আশোক কুমার দেবনাথ বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় শেষ হয়েছে। কিন্তু বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রক্ষিতে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে।

তিনি বলেন, যেসব বিদেশি পর্যবেক্ষক দল ও সাংবাদিকরা দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে চান তারা ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে ৩০-৩২ জন ও আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়নের ১১ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের ৫ জন, ইউরোপীয় ইউনিউনের ৪টি, এনডিআই ও আইআরআই ৫-৬ জন।

অতীতের তুলনায় পর্যবেক্ষক দলের কেমন সাড়া পেয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেশ ভালো সাড়া পেয়েছি। নতুন আরও অনেকে যুক্ত হতে চায় বলে সময় বাড়ানোর আবেদন করেছে।’

গত বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষণা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...