জানুয়ারি ২৩, ২০২৫

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন। দিন যতই এগিয়ে আসছে বেশ কিছু এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের বিরোধ জোরালো হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা।এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) আরও পাঁচজন প্রার্থী। নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর ভোট থেকে এখন পর্যন্ত জাপার ১১ জন প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

দ্বারে দ্বারে গিয়ে আ. লীগ নেতাকর্মীদের নৌকায় ভোট চাওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার পক্ষে ভোট চাইতে দেশের প্রতিটি আসনে আ. লীগ কর্মীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।

তবে জাতীয় নির্বাচনে বিনিয়োগকারীদের ভোটকে গুরুত্ব দিচ্ছেন না বলে মনে করছেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। দীর্ঘ ১৩টি বছর যাবৎ পুঁজিবাজারের চরিত্রের কোন উন্নতি না হলেও ,হঠাৎ করে নির্বাচনের আগ মুহূর্তে ফ্লোর প্রাইস নিয়ে অতিরঞ্জিত বক্তব্যকে অপেশাদারিত্ব আচরণ বলে বিবেচনা করছেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা।

 

দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের (শেয়ারের দাম কমার সর্বনিম্ন সীমা) বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বেশ কিছু দিন ধরে পুঁজিবাজার সংশ্লিষ্টদের কিছু অংশ ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এরই ধরাবাহিকতায় ফ্লোর প্রাইস প্রত্যারের বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নিয়েছে বিএসইসি। তবে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উযুক্ত সময়ে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে বিএসইসি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে ডিএসই ব্রোকাস অ্যাসেসসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পরিচালনা পর্ষদ সদস্যদের সঙ্গে এ মতাবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করবেন বিএসএস’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

মতবিনিময় সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম  এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় সংশ্লিষ্টরা জানিয়েছেন, তারা সবাই ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে মতামত দেওয়া হয়েছে। তবে ঠিক কোন পদ্ধতিতে ফ্লোর প্রাইস প্রত্যাহার হবে সে বিষয়ে কমিশন চূড়ান্ত কোনো দিক নির্দেশনা দেয়নি। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার পরিস্থিতি বুঝে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া হবে।

এ বিষয়ে মোহাম্মদ রেজাউল করিম বলেন, ফ্লোর প্রাইসের বিষয়ে বিএমবিএ ও ডিবিএ তাদের মতামত দিয়েছে। তারা জানিয়েছেন, বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে স্বাভাবিক লেনদেন হচ্ছে না।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...