নভেম্বর ২৩, ২০২৪

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে নিউজিল্যান্ড।

জয়ের জন্য নেদারল্যান্ডসকে ৩২৩ রান করতে হবে। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৮৭ রানের টার্গেট তাড়ায় ৮১ রানে হেরে যায় ডাচরা।

সোমবার আগে ব্যাট করতে নেমে আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের ক্রিকেটারদের সমীহ করে গত আসরের ফাইনালে খেলা নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ৩ ওভারে কোনো রান নেননি নিউজিল্যান্ডের দুই তারকা ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং।

৫ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৯ রান। ১০ ওভারে স্কোর বোর্ডে ৬৩ রান জমা করেন কনওয়ে ও উইল ইয়াং। ৬৭ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। ৪০ বলে ৩২ রান করে ফেরেন ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ১২১ বলে ১৫২ রান করা ডেভন কনওয়ে।

এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন রবিন্দ্রর সঙ্গে ৮৪ বলে ৭৭ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার উইল ইয়াং। ২৬.১ ওভারে দলীয় ১৪৪ রানে সাজঘরে ফেরার আগে ৮০ বলে ৭টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৭০ রান করে ফেরেন ইয়াং।

এরপর তৃতীয় উইকেটে ড্যারেল মিচেলকে সঙ্গে নিয়ে ৩৮ বলে ৪১ রানের জুটি গড়ে ফেরেন আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলা রাচিন রবিন্দ্র। এদিন তিনি ৫১ বলে তিন চার আর এক ছক্কায় ৫১ রান করে ফেরেন।

চতুর্থ উইকেটে অধিনায়ক টম ল্যাথামের সঙ্গে ৪৭ বলে ৫৩ রানের জুটি গড়ে ফেরেন ড্যারেল মিচেল। তার আগে ৪৭ বলে ৫টি চার আর দুটি ছক্কায় ৪৮ রান করে ফেরেন মিচেল।

এরপর ৪ ও ৫ রানে ফেরেন গ্লেন ফিলিপস ও মার্ক চাপম্যান। ৪৬ বলে ৬টি চার আর এক ছক্কায় ৫৩ রান করে ফেরেন টম ল্যাথাম।

ইনিংসের শেষ দিকে মিচেল স্যান্টনারের ১৭ বলের ৩৬ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৭ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...