ডিসেম্বর ২২, ২০২৪

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির শেষকৃত্য হবে শুক্রবার। মস্কো শহরের একটি কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ। খবর বিবিসির

কিরা ইয়ারমিশ বলেন, মেরিনো জেলায় বিদায় অনুষ্ঠানের পরে বোরিসোভস্কয় কবরস্থানে নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে শনিবার নাভালনির মৃতদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক সার্কেল পেনাল কলোনিতে নাভালনির মৃত্যু হয়। তার মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, হেঁটে আসার পর হঠাৎই অচেতন হয়ে পড়েছিলেন নাভালনি, এরপর আর জ্ঞান ফেরেনি তার। আর তার মায়ের হাতে ধরিয়ে দিয়েছিল স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...