ডিসেম্বর ২৪, ২০২৪

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় শেয়ারহোল্ডারগন ৩০ জুন, ২০২৩ সমাপ্ত বছরের জন্য ১৩% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পনির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মোঃ জোনায়েদ শফিক ও অন্যান্য পরিচালকবৃন্দ, কোম্পানির অডিটর ও ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।

শেয়ারহোল্ডারগণ ২০২২-২০২৩ সমাপ্ত বছরে ১৩% নগদ লভ্যাংশ ঘোষণা করার সিদ্ধান্ত এবং ধারাবাহিকভাবে ভাল লভ্যাংশ প্রদানের জন্য কোম্পানির প্রশংসা করেন। তাছারা শেয়ারহোল্ডারগণ বিক্রয় রাজস্ব, নিট মুনাফা এবং ইপিএসের টেকসই বৃদ্ধি বজায় রাখার জন্য ব্যবস্থাপনার প্রশংসা করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...