জানুয়ারি ২৩, ২০২৫

নাইজারের পশ্চিম টিলাবেরি অঞ্চলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে সাত সেনা নিহত হয়েছেন। ন্যাশনাল গার্ড অফ নাইজার (জিএনএন) এ তথ্য দিয়ে জানিয়েছে, তাদের একটি গাড়ি পেতে রাখা ল্যান্ডমাইনের ওপরি উঠলে এ ঘটনা ঘটে।

জিহাদি যোদ্ধারা এই অঞ্চলে নিয়মিত হামলা চালায়।

জিএনএন এক বিবৃতিতে বলেছে, সামিরা গ্রাম থেকে ছয় কিলোমিটার (চার মাইল) দূরে এ বিস্ফোরণ হয়।

নাইজারের সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার মধ্যে এটিই সর্বশেষ হামলার ঘটনা।

দেশটি আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত জিহাদিদের সাথে লড়াই করে যাচ্ছে। আবার দক্ষিণ-পশ্চিমে তাদের বোকো হারামের জিহাদি যোদ্ধাদের সাথেও লড়াই করতে হয়।

নাইজারে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...