জানুয়ারি ২২, ২০২৫

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসীদের হামলায় নারী ও শিশুসহ হামলায় ৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই সাধারণ নাগরিক।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা কোকোরউ এবং লিবিরিতে ওই হামলায় নিহতদের সবাই সাধারণ নাগরিক। তবে সন্ত্রাসীদের এই হামলা ও প্রাণহানির ঘটনা ঠিক কবে ঘটেছে সে সম্পর্কে আরও বিশদ বিবরণ দেয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নাইজার, মালি ও বুরকিনা ফাসোর বেশ কিছু এলাকায় গত কয়েক বছর ধরে জঙ্গিগোষ্ঠীসহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের তৎপরতা বাড়ছে। মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত এলাকা সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদাপন্থি সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে দরিদ্র দেশ হিসেবে নাইজারের অবস্থান নিচের দিকে। প্রতিবেশী দেশগুলোর মতো এই দেশটিও সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...