![](https://thebiz24.com/wp-content/uploads/2023/08/accident.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে, আহত হয়েছেন ৪ জন। নিহতদের মধ্যে জুবায়দুল (৩০) নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।
আজ শুক্রবার ২৫ আগস্ট রাত ২ টার দিকে নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছেন, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালের আরও ১ জন মারা যায়। গুরুত্বর আহত হয় ৪ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. তৌহিদুল আলম।
ইটাখোলা ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, রাত ৩টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনসহ মোট ৭ জন মরা গেছে। আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।