ডিসেম্বর ২৩, ২০২৪

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন নভেম্বর মাসের যেকোনো সময় তফসিল ঘোষণা করা হবে।  আজ বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।

মো. আনিছুর রহমান বলেন, তফসিলের যথেষ্ট সময় আছে। আমরা যথাসময়ে তফসিল দেব। আশা করছি, নভেম্বরের যেকোনো সময় তফসিল ঘোষণা করা হবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমঝোতা ও সমাধানের দিকে যেতে পারে। যদি না যায়, তখন পরিবেশ পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব। নির্বাচনের পথে অনুকূল পরিস্থিতি থাকলেও বিবদমান রাজনৈতিক পরিস্থিতিতে সমঝোতার দিকে তাকিয়ে আছে কমিশন।

তিনি আরও বলেন, আমাদের সামনে কোনো বাধা আছে বলে এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি আমরা দেখছি না। সামনে বড় ধরনের কোনো বাধা দেখছি না। বাধা যেটা আছে তা আমরা সবাই জানি। তা হলো- রাজনৈতিক পরিস্থিতি। এ বিষয়ে সমঝোতা হতেও পারে, আবার নাও হতে পারে। তখন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মো. আনিছুর রহমান বলেন, রাজনৈতিক পরিস্থিতি সমঝোতার দিকে যাওয়া উচিত বলে দেশ ও জাতি মনে করে। আমরা কেউ পেছনের দিকে যেতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই। কাজেই এগিয়ে যাওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করা সবারই দায়িত্ব। আমাদের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আরও বেশি। কারণ, তারাই ভোটের মাঠে থাকবে। কাজেই তাদের জনগণ ও দেশের কথা চিন্তা করা উচিত।

তিনি বলেন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। নির্বাচনি সামগ্রী পাঠানো থেকে শুরু করে নির্বাচনের সবকিছু এগিয়ে রাখছি। সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। নির্বাচনে বাধা সৃষ্টি হলে সে বিষয়ে আমরা বলতে পারব। এই মুহূর্তে কিছু বলার নেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...