জানুয়ারি ২৪, ২০২৫

রোমাঞ্চকর লড়াই শেষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টটি ৩ উইকেটে জিতে নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ২৫১ রান তাড়া করতে নেমে রোববার চতুর্থ দিনে ৭ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে ইংলিশরা।

এর মধ্য দিয়ে মাহেন্দ্র সিং ধোনির একটি রেকর্ড ভেঙে দিয়েছেন বেন স্টোকস।

অধিনায়ক হিসেবে টেস্টে ২৫০ এর অধিক রান তাড়া করে সবচেয়ে বেশি জয় এতোদিন ছিল মাহেন্দ্র সিং ধোনির। তার নেতৃত্বে ভারত সর্বোচ্চ চারবার ২৫০ এর অধিক রান তাড়া করে জিতেছিল।

রোববার জিতে ধোনিকে পেছনে ফেলে সর্বোচ্চ পাঁচবার ২৫০ এর অধিক রান তাড়া করে জিতলো স্টোকসবাহিনী।

এই তালিকায় স্টোকসের ধোনির পরই আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ন লারা ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। তারা তিনবার করে ২৫০ উর্ধ্ব রান তাড়া করে জয় পেয়েছিলেন অধিনায়ক থাকাকালিন।

এই ম্যাচ হারলেও প্রথম দুটি জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ১৯ জুলাই ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। সেটি ইংল্যান্ড জিতলে ফিরবে সমতা। আর অস্ট্রেলিয়া জিতলে ২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় নিশ্চিত হবে তাদের।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...