জানুয়ারি ৮, ২০২৫

ঢাকার ধামরাইয়ে একটি ইটবোঝাই ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় ইটবোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকালে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালক কাঞ্চন (২৬) ও হেলপার আশরাফুল (২৫)। তাদের বাড়ি জামালপুর বলে জানা যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটায় ইটবোঝাই ট্রাক নিয়ে পৌঁছালে গাড়িতে ত্রুটি দেখা দিলে ট্রাক থেকে দুইজন নিচে নেমে গাড়ির ত্রুটি দেখতে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...