নভেম্বর ১৫, ২০২৪

দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারি নিয়ন্ত্রণে আসছে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বুধবার (২ আগস্ট) দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর কারণে সি-সেকশন (সিজার) নিয়ন্ত্রণে আসছে না। সন্তান জন্মের জন্য রোগী বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে গেলেই সিজার করিয়ে দেয়া হয়। এর বেশিরভাগই অপ্রয়োজনীয়।’

তিনি আরও বলেন, ‘দেশে বর্তমানে সি-সেকশনের হার ৭০ শতাংশ। এগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। আমাদের দেশে এখনও প্রাতিষ্ঠানিক ডেলিভারি অনেক কম। গ্রামাঞ্চলে ধাত্রীদের মাধ্যমে অনেক ডেলিভারি হয়। যার ফলে মাতৃ ও শিশু মৃত্যু এখনও শূন্যের কোটায় আনা যাচ্ছে না। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারির সময়সীমা বাড়িয়েছি। আগে হাসপাতালে ডেলিভারির সময় আট ঘণ্টা ছিল। এখন ২৪ ঘণ্টায় নিয়ে এসেছি। আশা করছি প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা আরও বাড়বে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...