ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের মৌলিক আইনের নির্ভরযোগ্য বাংলা অনুবাদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ কমিটি গঠন করেন।

কমিটিতে আইন মন্ত্রণালয়ের লেজিলেটিভ শাখার একজন, আইন কমিশন, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও আইন বিভাগের একজন করে প্রতিনিধি রাখতে বলা হয়েছে। ছয় মাস পর আগামী ২৯ আগস্টের মধ্যে কমিটিকে কাজের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রিটকারীদের আইনজীবী শিশির মুনির জানান, প্রয়োজনীয় আইনগুলোর নির্ভরযোগ্য বাংলা অনুবাদ না থাকায় একই আইনে বিভিন্ন বাংলা পরিভাষা ব্যবহার হয়। এই রায় কার্যকরের ফলে বাংলায় রায় প্রকাশ আরও বাড়বে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...