নভেম্বর ১৬, ২০২৪

কাতারে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার কাতারের স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১১টা) প্রধানমন্ত্রীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দোহা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

প্রধানমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত শনিবার (৪ মার্চ) কাতারে যান। সেখানে অবস্থানকালে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন। জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন।

এছাড়া কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএনজিএ প্রেসিডেন্ট সাবা করোসি এবং ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনারের সঙ্গে শেখ হাসিনা পৃথক বৈঠক করেন। স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন বৈঠকেও অংশ নেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...