নভেম্বর ১৫, ২০২৪

টানা দুইদিন ধরে মৌসুমের সবচেয়ে শীতলতম দিন দেখছে ভারতের রাজধানীশহর দিল্লি। শুক্রবারই চার ডিগ্রির নিচে নেমে গিয়েছিল তাপমাত্রা। শনিবার রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে ইতোমধ্যে রেড এলার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। খবর আনন্দবাজার অনলাইন, এনিডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, এক দিকে হাড়কাঁপানো ঠান্ডা, অন্য দিকে ঘন কুয়াশা, এই দুইয়ের জেরে নাজেহাল দিল্লিবাসী। ফলে আবাহাওয়া বিভাগ চূড়ান্ত সতর্কতা জারি করেছে দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন তথা এনসিআরে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

শীত এবং কুয়াশার কারণে রেল, সড়ক এবং বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে গত কয়েক দিন ধরেই। শুক্রবার দিল্লির বেশ কয়েকটি জায়গায় দৃশ্যমানতা (ভিজিবিলিটি) শূন্যে নেমে গিয়েছিল। তবে সেই পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে শনিবার। দৃশ্যমানতা ছিল ২০০ মিটারের আশপাশে।

ঘন কুয়াশার জেরে গত কয়েক দিন ধরেই দিল্লি এবং উত্তর ভারতগামী দূরপাল্লার ট্রেন বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলছে। শনিবারও সেই অবস্থার ব্যতিক্রম হয়নি। দিল্লিগামী ১৮টি ট্রেন ১-৬ ঘণ্টা দেরিতে চলছে বলে জানা গিয়েছে। দৃশ্যমানতা কম থাকার কারণে বিমান ওঠানামাতেও প্রভাব পড়ছে। কুয়াশার কারণে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, পঞ্জাব এবং হরিয়ানায়। চণ্ডীগড় এবং রাজস্থানেও সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...