দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৬১টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের।
আজ বুধবার (১২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.৮১ শতাংশ।
আর ৮ টাকা ১০ পয়সা বা ৭.৬৫ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনাইটেড ইন্সুরেন্সের ৬.৩০ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫.৯৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৭১ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ৪.৯৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৯৮ শতাংশ, সেনা কল্যাণ ইন্সুরেন্সের ৪.৮১ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের ৪.৭৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।