জানুয়ারি ১১, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৮টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের।

আজ বৃহস্পতিবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪২৪ টাকা ১০ পয়সা বা ৪৩.০৪ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বেড়েছে ২০ টাকা ৭০ পয়সা বা ৮.৭৪ শতাংশ।

আর ৩৯ টাকা বা ৮.৭৪ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৮.৭৩ শতাংশ, জেমিনি সী ফুডের ৮.৫৭ শতাংশ, এপেক্স ফুডসের ৮.২৫ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.৯৮ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৫০ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৭.৫ শতাংশ এবং রেনাটা পিএলসির ৭.৪৮ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...