জানুয়ারি ১০, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। এদিন শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৭.৪৯ শতাংশ।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

টপটেন গেইনার বা দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৫.১০ শতাংশ।

টপটেন গেইনার বা দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩.৫০ শতাংশ।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সি ফুড ১.৭০ শতাংশ, ডেফোডিল কম্পিউটারস ১.৩৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১.৩৭ শতাংশ, নাভানা সিএনজি ১.২৩ শতাংশ, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং ০.৯৯ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক ০.৬৮ শতাংশ ও বাংলাদেশ মনোসপুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ০.৬৪ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...