জানুয়ারি ১১, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন ইউনিটটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।

আজ রোববার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বিডি থাই অ্যালুমিনিয়াম গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ ফান্ডটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৪০ শতাংশ বেড়েছে। এদিন ইউনিটটি সর্বশেষ ১২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, ওয়াইম্যাক্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, রূপালী ব্যাংক ও এডিএন টেলিকম লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...