দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট)ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা বা ৬ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারদর এদিন ৯ টাকা বা ৫ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর বেড়েছে ২৬ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ১২ শতাংশ।
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- পেপার প্রসেসিং, লিবরা ইনফিউশন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল পেপার, এডভেন্ট ফার্মা, ড্যাফোডিল কম্পিউটার্স এবং জেমিনি সী ফুড।