ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৫২টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের।

আজ বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৮ টাকা ৮০ পয়সা বা ৮.৭২ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে সিএন্ডএ টেক্সটাইলসের শেয়ার দর বেড়েছে ৫০ পয়সা বা ৭.১৪ শতাংশ।

আর ২ টাকা ১০ পয়সা বা ৬.৬০ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ৬.৫৭ শতাংশ, বিকন ফার্মার ৬.৩০ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৬.১৭ শতাংশ, আইটি কনসালটান্টসের ৫.৮৮ শতাংশ, এপেক্স ফুডসের ৫.৭৬ শতাংশ, এপেক্স ট্যানারির ৫.১৯ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১’র ৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...