গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৩টির বা ২৮ দশমিক ১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছ। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে এপেক্স ফুডসের শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এপেক্স ফুডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮১ দশমিক ৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯৩ দশমিক ৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১১৩ টাকা বা ৩৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হাইডেলবার্গ সিমেন্টের ৩৮ দশমিক ৩৬ শতাংশ, সোনালী আঁশের ২১ দশমিক ৫৪ শতাংশ, কহিনূর কেমিক্যালের ১৮ দশমিক ১৫ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ১৫ দশমিক ৭৪ শতাংশ, ন্যাশনাল ফিডের ১৫ দশমিক ৫৭ শতাংশ, বিচ হ্যাচারীর ১৪ দশমিক ২৫ শতাংশ, আইটিসির ১১ দশমিক ৬৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১ দশমিক ৫৯ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্টের ১১ দশমিক ৫০ শতাংশের শেয়ার দর বেড়েছে।