জানুয়ারি ২২, ২০২৫

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১১৯টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইনডেক্স এগ্রোর। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৫ টাকা ২০ পয়সা বা ৮.০৯ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২৩ টাকা ১০ পয়সা বা ৬.১৬ শতাংশ।

আর ১ টাকা বা ৫.৯১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা এসোসিয়েটেড অক্সিজেন।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৫.১৬ শতাংশ, সায়হাম কটনের ৪.৪৩ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান স্কিম ওয়ানের ৩.৭৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩.৬৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩.৪৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.২৯ শতাংশ এবং সায়হাম টেক্সটাইলের ৩.১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...