জানুয়ারি ৮, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩২টির বা ৯.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.৯০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৬.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৬২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৫৩ শতাংশ, সিনোবাংলার ৪.৮৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৪১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.৮৪ শতাংশ, ইনটেকের ২.৪১ শতাংশ, এসকে ট্রিমসের ১.৯০ শতাংশ, বিচ হ্যাচারির ১.৩৪ শতাংশ, এপেক্স ফুডসের ১.৩২ শতাংশ এবং মুন্নু এগ্রোর শেয়ার দর ১.১৭ শতাংশ বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...