ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস লিমিটেড। এদিন শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৯.৯৫ শতাংশ।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

টপটেন গেইনার বা দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৯.৮৩ শতাংশ।

টপটেন গেইনার বা দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৯.৩৪ শতাংশ।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস ৭.২৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৬.৩৭ শতাংশ, ইয়াকিন পলিমার ৬.২৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ৪.৩১ শতাংশ, জেমিনি সি ফুড ৩.৪৭ শতাংশ, দেশবন্ধু পলিমার ৩.৪৩ শতাংশ ও বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেডের ৩.৩৩ শতাংশ দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...