নভেম্বর ১৪, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। এদিন ইউনিটটির দর ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

আজ সোমবার ১ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৭৪ বারে ২২ লাখ ৮৭ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ টাকা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

বিডি থাই অ্যালুমনিয়াম গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ ইন্স্যুরেন্স, আইসিবি থার্ড এনআরবি, আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান, রূপালী ইন্স্যুরেন্স, গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...