সেপ্টেম্বর ২০, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অলিম্পিক এক্সেসরিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। শেয়ারটির সর্বশেষ ১১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়ারের শেয়ারদর এদিন ৯ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডসের শেয়ারদর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৩৯ শতাংশ।

দর বৃদ্ধির অপর কোম্পানিগুলো হলো- ইয়াকিন পলিমার, দেশবন্ধু পলিমার, সি পার্ল বিচ রিসোর্ট, পেপার প্রসেসিং, ইনটেক লিমিটেড, অগ্নি সিস্টেমস এবং মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *