জানুয়ারি ৮, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড এ্যালাইড) খাতের কোম্পানি এ্যাপেক্স ফুডস্‌ লিমিটেড। এদিন শেয়ারটির দর ৩৪ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৮৪০ বারে ২ লাখ ৭৪ হাজার ৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যারামিট লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৬.১১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৮৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৪.৮৭ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স স্পিনিং, রিপাবলিক ইন্স্যুরেন্স ও জিকিউ বলপেন লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...