ডিসেম্বর ১৪, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচঞ্জেে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ২৬৭টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচঞ্জে সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩৫ টাকা ৭০ পয়সা বা ১১.৯১ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৫ শতাংশ।

আর ৯ টাকা ৩০ পয়সা বা ৮.৫১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা সিএনজির ৭.৬৫ শতাংশ, শামপুর সুগার মিলসের ৬.৭৫ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৬.৫৯ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬.৪৯ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৬.৪১ শতাংশ, রতনপুর স্টিলের ৬.০৬ শতাংশ এবং এম.এল ডাইং লিমিটেডের শেয়ার দর ৫.৭৪ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...