জানুয়ারি ২২, ২০২৫

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ২৯১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩ টাকা বা ৯.২৮ শতাংশ।

আর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৬২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নিউলাইন ক্লোথিংসের ৫.৮১ শতাংশ, ফাইন ফুডসের ৫.৬৯ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৫.৪০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৪০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৫.০৫ শতাংশ এবং ড্রাগণ সোয়টার এন্ড স্পিনিং লিমিটেডের শেয়ার দর ৪.৭২ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...