নভেম্বর ১৫, ২০২৪

গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩টির বা ১৫ দশমিক ৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯ দশমিক ১০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৯ দশমিক ২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯০ টাকা বা ২৫ দশমিক ৩২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রুপালী লাইফ ইন্স্যুরেন্স ১৫ দশমিক ৪৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১০ দশমিক ৫৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৮ দশমিক ৯৩ শতাংশ, আইএফআইএল ইসলামী ফান্ড ৮ দশমিক ৫৭ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ৭ দশমিক ৯১ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স ৬ দশমিক ২৪ শতাংশ, ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্স ৫ দশমিক ৮০ শতাংশ, এডিএন টেলিকম ৫ দশমিক ৬৮ শতাংশ এবং মেট্রো স্পিনিং ৫ দশমিক ৩৪ শতাংশের শেয়ার দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...