ডিসেম্বর ২৩, ২০২৪

আমি গান ভালবাসি। গান হচ্ছে মনের খোরাক। তাই নিজেও গান গেয়ে থাকি। দর্শকদের ভালোবাসা পেলে গানের প্রতি আগ্রহ আমার আরও বেড়ে যায়। আমি ভিউ এর জন্য গান করি না। মূলত দর্শকদের ভালোবাসার জন্যই গান গেয়ে থাকি। কথা গুলো বলছিলেন এই প্রজন্মের কিশোর,সম্ভাবনাময়ী সংগীতশিল্পী ইশরাক আলিম আপন।

গানকে ভালোবেসেই এই জগতে আগমন। বাসায় সংগীত শিক্ষকের কাছে হাতেখড়ি গানের তালিম নেওয়া। এভাবেই পথচলাটা শুরু ছোট বেলায়। সেই ছোট্ট আপন আজ শৈশব পেরিয়ে কৈশরে পা রেখেছে।

আপনের ভাষ্য আমার কন্ঠ দিয়ে তাদের মনে একটি জায়গা তৈরী করে নিতে চাই। লক্ষ লক্ষ ভিউ আমার অনেক গানেই আছে।
আপন এখনো নিয়মিত লেখাপড়ার পাশাপাশি গানের চর্চাও চালিয়ে যাচ্ছে সমান তালে। গানের পিছনে মূলতঃ মা সাইদা কলিম তার সবচেয়ে বেশী অনুপ্রেরণা। বাবা আলিমউল্লাহ যে অনুপ্রেরণা দেন না সেটা নয়, তবে বাবার কড়া নির্দেশ আগে পড়ালেখা তারপরে অন্য কিছু। বাবার শাসন, মায়ের আদরেই আপনের আজকের এই অবস্থান।

২০০৬ সনের মে মাসে আপনের জন্ম কানাডার মন্ট্রিয়ালে, আপনের বড় ভাই আদর, মা সাঈদা কলিম । ২০১১ থেকে বাংলাদেশে অবস্থান করতেছে। আপনের এটাই শেষ বছর বাংলাদেশে অবস্থানের । কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ১২ গ্রেডে অধ্যায়ন করতেছে, যা ২০২৪ সালের জুন মাসে শেষ হবে, এরপর কানাডায় কোন ইউনিভার্সিটিতে অধ্যায়ন করবে । সজনী মুভিতে প্রথম প্লেব্যাক করেন আপন, আসন্ন ময়না মুভির দুইটি গানে প্লেব্যাক করেছে । গত নির্বাচন মাশরাফি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খাঁনের নির্বাচনী গানটি আপনের কন্ঠে গাওয়া ছিল । মেয়র আতিক ও তাপসের নির্বাচনী গানও আপনের কন্ঠে।

তার গাওয়া ” তুই আমার মন পাখি ” গানটি মুক্তি পেয়েছে গত শনিবার বিডি২৯ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে, গানটি লিখেছেন জাসিম উদ্দিন আকাশ, সুর করেছেন এফ এ প্রিতম, মিউজিক করেছেন এন ফরহাদ ।
আপনের শুরু শিশু শিল্পী হিসেবে, তার অসংখ্য গান বাজারে রয়েছে, এর মধ্যে মা শিরনামের গানটি ২২ মিলিয়ন, মাশ্রাফি তুমি মাশ্রাফি ১.৮ মিলিয়ন, ম্যাশআপ টী প্রায় ৪ মিলিয়ন, বঙ্গবন্ধু তুমি জাতির পিতা ২ লক্ষ ৫০ হাজার অতিক্রম করেছে । এছাড়াও আপন নিজস্ব ইংলিশ লিরিকে “কুইন” এবং “উই আর মাই বেষ্ট ফ্রেন্ড” শিরোনামে দুইটি ভিডিও গান করেছে যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ।
আপনের উইটিউব চ্যানেলটিতে বর্তমানে ১লক্ষ ৩২ হাজার সাবস্ক্রাইবার আছে, আপনের আজকের এই সফলতার পিছনে সঙ্গীত শিল্পী এফ এ প্রিতমের শ্রম কম নয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...