জানুয়ারি ৯, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দরপতনের শীর্ষে রয়েছে ওষুধ কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন শেয়ারটির দর ৩০ পয়সা বা ২ দশমিক ৩৪ শতাংশ কমেছে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে জানা যায়,  কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ১৪ বারে ২০ লাখ ৭০ হাজার ৫১৯টি শেয়ার লেনদেন করেছে।

কে অ্যান্ড কিউ লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৫ টাকা ২০ পয়সা বা ২.৪৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ট্রাস্ট ইসলামী লাইফ লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৩.১২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বিডি মনোস্পুল পেপার, ইউনিয়ন ক্যাপিটাল, আরডি ফুড, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ও নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...