ডিসেম্বর ২৪, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার দরপতনের শীর্ষে রয়েছে বস্ত্রখাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসইতে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

আজ সোমবার ৪ সেপ্টেম্বর ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস রোববার সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৭ টাকা ৬০ পয়সা। লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৫ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৯৮ শতাংশ।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর কমেছে ৩ দশমিক ০৫ শতাংশ। আর ৩ দশমিক ০৩ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনারেশন নেক্সট।

ডিএসইতে সর্বোচ্চ দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে, বিডি থাই অ্যালুমিনিয়াম, ওয়াইম্যাক্স ইলেকট্রোড,কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং সোনালী পেপার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...