নভেম্বর ২৬, ২০২৪

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ দরপতনের শীর্ষে উঠে এসেছে লিবরা ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৪.৭০ শতাংশ।

আজ বুধবার ( ১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

টপটেন লুজার বা দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৪.৬২ শতাংশ।

টপটেন লুজার বা দরপতনের তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৩.৮০ শতাংশ।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৩.৫০ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৩.৩৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স ৩.১৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি ৩.০৩ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ২.৮৮ শতাংশ, শ্যামপুর সুগার মিলস ২.৮৩ শতাংশ ও নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২.৭৯ শতাংশ দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...