জানুয়ারি ১৫, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৩৭১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

আজ বুধবার (২১ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২১ আগস্ট) ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৪৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা টেকনো ড্রাগসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এসিআই ফর্মুলেশনস লিমিটেড।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন, সী পার্ল রিসোর্ট, কোহিনূর কেমিক্যাল, গ্রামীণফোন, উত্তরা ফাইন্যান্স এবং মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...