জানুয়ারি ২৪, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত আজ টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে অ্যারামিট লিমিটেড। আজ শেয়ারটির দর ১৬ টাকা ৪০ পয়সা বা ৫.৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ২৬৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৬৪ বারে ৬৭ হাজার ৯৭২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ টাকা।

আজ বৃহস্পিতবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৬ টাকা ৬০ পয়সা বা ৫.৪৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

উসমানিয়া গ্লাস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৪.৫০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, কে অ্যান্ড কিউ,বিডি ওয়েল্ডিং, শমরিতা হসপিটাল, আলিফ ইন্ডাস্ট্রিজ ও বিডি মনোস্পুল পেপার লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...