নভেম্বর ১৫, ২০২৪

অব্যাহতভাবে দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আজ মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে পুঁজিবাজারের চলমান ধারাবাহিক পতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা মানববন্ধন করেছেন। এ সময় বিভিন্ন ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীরা মানববন্ধনে সমাবেত হন।

বিনিয়োগকারীরা বলেন, প্রতিদিন শেয়ারবাজারে বড় দরপতনের পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার জন্যই তারা কারসাজির মাধ্যমে বাজারে পতন ঘটাচ্ছে। এই চক্রটি নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভাবমূর্তি নষ্ট করতেও তৎপর রয়েছে।

পুঁজিবাজারে দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে বলে বিনিয়োগকারীরা দাবি জানিয়েছেন।

এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২৮ পয়েন্টে। শরিয়া সূচক ডিএসইএক্স ১৫.৩৩ পয়েন্ট কমে ১ হাজার ২৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯.০৮ পয়েন্ট কমে ১ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৪০.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই সূচক ২৩২.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৯৭ পয়েন্টে, শরিয়া সূচক সিএসআই সূচক ১৬.৬৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ৩৯.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭৬ পয়েন্টে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...