ডিসেম্বর ২৩, ২০২৪

দক্ষিণ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি নির্মাণকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। পরে ওই কারখানার ভেতরে প্রায় ২০ জনের মরদেহ পাওয়া গেছে। আজ সোমবার (২৪ জুন) বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই আগুন লাগে। ইতিমধ্যে আগুন অনেকাংশে নিভে গেছে। কারখানাটি রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ং অঞ্চলে অবস্থিত। এটি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান অ্যারিসেল পরিচালনা করে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন ইয়ং বলেন, কারখানার একটি গুদামের ভেতরের একটি ব্যাটারি সেলে সিরিজ বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত হয়। এই গুদামে প্রায় ৩৫ হাজার ব্যাটারি ছিল। আগুনে ৯ জন মারা গেছে এবং চারজন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

তবে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এই দুর্ঘটনায় প্রায় ২০ জনের মরদেহ পাওয়া গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...