জানুয়ারি ২২, ২০২৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ারের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব অর্থবছরের (২০২২-২০২৩) তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

চলতি হিসাব অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরের (২০২১-২০২২) একই সময় বা তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ২ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৭১ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...