অক্টোবর ৬, ২০২৪

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ভারতেরর সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন রাজি। এখন সিদ্ধান্ত বাংলাদেশের। বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান জানাবে চীন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত একথা বলেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘তিস্তা সম্পর্কে আপনারা অবগত আছেন। আমি এটা নিয়ে কি বলতে পারি। তিস্তা নদী বাংলাদেশের সীমানায়, এটা বাংলাদেশের নদী। তিস্তা নদীতে প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ নেবে। চীন সেই সিদ্ধান্তে সম্মান জানাবে। এই মুহূর্তে আমি এটাই বলতে পারি ‘

তিস্তা বাংলাদেশের নদী। বাংলাদেশ তার অংশে যেকোনো প্রকল্প নিতে পারে মন্তব্য করে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চীন প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ফিজিবল স্টাডি করার কথা বলেছে। এখন প্রস্তাব গ্রহণ করার বিষয় বাংলাদেশের।’

ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের চীন সফর দুই দেশের কৌশলগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। চীন বাংলাদেশের সর্বোচ্চ নির্ভরযোগ্য অংশীদার। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে আমরা পরিকল্পনা করেছি। বিস্তারিত যথা সময়ে ঘোষণা করা হবে।
এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘চীনের একার পক্ষে রাখাইনের যুদ্ধ বন্ধ করা সম্ভব না। এশিয়াসহ সবার কাজ করতে হবে। চীন চায় প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকুক।’

রিজার্ভ সংকট মোকাবিলায় প্রথমবাবের মত প্রস্তাব দিয়েছে বাংলাদেশ উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ আশা করছি এই সফরের মধ্য দিয়ে কোন একটা অগ্রগতির ঘোষণা আসবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিক্যাব প্রেসিডেন্ট নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *