জানুয়ারি ২২, ২০২৫

তিন পার্বত্য জেলায় ২৩ দিনের জন্য ভ্রমণ না করার অনুরোধ করেছে জেলা প্রশাসন (ডিসি)। রবিবার (৬ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট তিন জেলা প্রশাসন থেকে জারি করা এক নির্দেশনায় এ নিষেধাজ্ঞার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

জেলা প্রশাসন থেকে জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিন পার্বত্য জেলার ক্ষেত্রেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান ও রাঙ্গামাটি ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে গত ৩ অক্টোবর থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই ভ্যালির সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের অনির্দিষ্টকালের জন্য না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ৫ জন নিহত ও আহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে সহিংসতার কারণে বান্দরবানে পর্যটক ভ্রমণে দফায় দফায় নিষেধাজ্ঞা জারি করা হলেও রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটন ভ্রমণ অব্যাহত ছিল।

এদিকে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে বান্দরবানসহ অপর দুই পার্বত্য জেলার হোটেল মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিলেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...