ডিসেম্বর ১০, ২০২৪

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। সেই ইনজুরি তাকে ছিটকে দিয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ থেকে। আর সে কারণেই নেইমারকে ছাড়াই নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা।

মাঠে নেইমারের অনুপস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ব্রাজিলের বেহাল দশা। যেখানে বিপুল আধিপত্য দেখিয়ে জয় বাগিয়ে নেয়ার কথা ছিল, সেখানে মিলেছে ১-০ গোলের জয়।

নেইমারের অভাবটা সুইসদের বিপক্ষে বেশ ভালোভাবেই টের পেয়েছেন ব্রাজিলের কোচ তিতে। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে নেইমারকে ম্যাচজুড়ে মিস করেছেন বলেও জানিয়েছেন।

তিতে বলেন, ‘নেইমারের স্কিল সম্পূর্ণ আলাদা। একজন থেকে আরেকজনে ড্রিবল করে কাটিয়ে যেতে পারে, তার সেই জাদুকরী স্কিল আছে। অন্য খেলোয়াড়রাও নেইমারের পর্যায়ে যাচ্ছে, আশা করি তারা যেতে পারবে। তবে আমরা নেইমারকে মিস করেছি, করারই কথা।’

তবে নেইমারের অভাব দলের বাকিরা খুব একটা বুঝতে দেননি বলেও জানান তিনি।

তিতে বলেন, ‘তার একটি বড় সৃজনশীল শক্তি আছে, সে খুবই আক্রমণাত্মক, আমরা তাকে মিস করি। তবে সেখানে অন্য খেলোয়াড়দের আমরা শুরুতে দেখেছি যারা সুযোগটি নিয়েছে।’

ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের নক আউট নিশ্চিত করলেও জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে তিতে শীষ্যদের। পুরো ম্যাচজুড়ে সুইসদের জালে আক্রমণ চালালেও গোলের দেখা মেলে তাদের ম্যাচের ৮৩তম মিনিটে গিয়ে।

নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল লড়বে ক্যামেরুনের বিপক্ষে। ৩ ডিসেম্বর মাঠে গড়াবে ম্যাচটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...