ডিসেম্বর ২৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন। বিভিন্ন উৎসবেও তাহসানের নাটক মানেই ভিন্ন কোনো কিছু। দর্শক মুখিয়ে থাকেন উৎসবে তাহসানের নাটক কিংবা টেলিছবি দেখতে। এরই মধ্যে চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েও প্রশংসিত হয়েছেন। পাশাপাশি ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। এবার নিউ ইয়র্ক মাতাবেন এই জনপ্রিয় গায়ক।

শো টাইম মিউজিকের আয়োজনে আগামী ১৫ মে রোববার কুইন্স প্যালেসে হতে যচ্ছে এই আয়োজন। এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে। তাহসান কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে জানা গেছে।

শোটাইম মিউজিকের আয়োজনে আগামী ১৩ মে শুক্রবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। ৭৩ স্ট্রিটের নবান্ন রেস্টুরেন্টের সামনে এ অনুষ্ঠান শুরু হবে দুপুর ৩টায়।

বিনামূল্যে সরবরাহ করা হবে পান্তা ইলিশ, ভর্তা, মেজবানি মাংস ও সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম এসব তথ্য জানান।


শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...