জানুয়ারি ২২, ২০২৫

মোস্তাফিজুর রহমানের বাজে ফর্মের সুবাদে একাদশে জায়গা পেয়েছেন তিনি। দলে ফিরেই দারুণ ফর্মের আভাস দিয়েছেন পেসার তানজিম সাকিব। শ্রীলংকার দুই ওপেনারের দুর্দান্ত সূচনার পর সাকিবের তিন ওভারে তিন উইকেটের সুবাদে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

টসে জিতে চট্টগ্রামে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলংকা। শুরুটাও দারুণ করেছিলেন দুই লংকান ওপেনার। নিশানকা ও আভিসকা ফার্নান্দো উড়ন্ত সূচনা করেছিলেন ইনিংসের। তাসকিন-শরিফুলদের উপর ছড়ি ঘুরিয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন এই দুই ওপেনার। ৯ ওভারের মাঝেই ৭০ রান পেরোয় তাদের ইনিংস।

তখনই বোলিংয়ে আসেন সাকিব। প্রথম ওভারেই ফেরান ফার্নান্দোকে, ভাঙ্গেন ৭১ রানের জুটি। ৩৩ রান করা ফার্নান্দো ফিরেছেন মুশফিকের হাতে ক্যাচ দিয়ে। পরের ওভারে আবার আঘাত হানেন সাকিব। ২৮ বলে ৩৬ রান করা নিশানকা আউট হয়েছেন সৌম্যর হাতে ক্যাচ দিয়ে। নিজের তৃতীয় ওভারে আবারও উইকেট পান তানজিম সাকিব। এবার ৩ রান করা সামারাবিক্রমাকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি, মুশফিক উইকেটের পেছনে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন।

দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে শ্রীলংকা। ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে লংকানরা। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তানজিম সাকিব।

বাংলাদেশের একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার একাদশ

পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...