জানুয়ারি ১১, ২০২৫

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সরকারি ৪ টি হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের ৪২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালগুলো হলো- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ও ঢাকা শিশু হাসপাতাল।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। র‍্যাব-২ এর সহযোগিতায় চলে এ অভিযান।

র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ এসব তথ্য জানান।

তিনি বলেন, শেরেবাংলা নগর এলাকায় সরকারি ৪টি হাসপাতালের সামনে র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দালাল চক্রের ৪২ সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আমরা আজ আকস্মিকভাবে হাসপাতালগুলোর সামনে অভিযান পরিচালনা করি। এরমধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১৮ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এর সামনে থেকে ১৫, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে ৫ এবং ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...