নভেম্বর ১৪, ২০২৪

গত জুলাই ও ৫ আগস্ট পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে নির্বিচারে গুলি ও নির্যাতনে নিহতদের স্মৃতি সংরক্ষণে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করেছে সরকার।

সমাজসেবা অধিদপ্তর ইতোমধ্যেই এ ফাউন্ডেশনের অনুমোদন দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ফাউন্ডেশনের চেয়ারম্যান (সভাপতি)। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বেআইনি নির্দেশে পুলিশ বাহিনী ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া তালিকা অনুযায়ী এখন পর্যন্ত ৭২৮ জন শহীদের তালিকা পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছে ২০ হাজার ২৬৩ জন।

উপদেষ্টা বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর নিবন্ধনও করা হয়েছে।

এ ফাউন্ডেশনের অন্য দায়িত্বপ্রাপ্তদের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, কাজী ওয়াকার আহমেদ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। উপদেষ্টাদের মধ্য রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। নির্বাহী কমিটিতে আরও ১৪ জন সাধারণ সদস্য যুক্ত হবেন।

ফাউন্ডেশনের কার্যক্রমের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই ও ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া হবে এ ফাউন্ডেশনের পক্ষ থেকে। সরকারি তহবিল থেকে কিছু অর্থের যোগান দেওয়া হবে। এ ছাড়া সাধারণ জনগণের পক্ষ থেকে কেউ অনুদান দিতে চাইলে সেটাও নেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...