ডিসেম্বর ২৩, ২০২৪

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তার বিষয়ে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এতে ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই। তিনি মাঠে এসে আমার সঙ্গে বিতর্ক করতে পারেন, যেমনটি যুক্তরাষ্ট্রে হয়ে থাকে।’

মঙ্গলবার প্রধানমন্ত্রী তার ভারত সফরের ফলাফল নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইউনূস তার কাছ থেকে বেশিরভাগ আর্থিক ও অন্যান্য সুবিধা গ্রহণ করেছিলেন। এটা ঠিক যে আমরা তাকে উপরে তুলেছি।’
আরও পড়ুন: ভারত সফর সংক্ষিপ্ত, কিন্তু অত্যন্ত ফলপ্রসু: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রিত্ব একটি সাময়িক বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা কারো প্রতি ঈর্ষা বোধ করে না। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। অন্তত এই অবস্থানে কেউ আসতে পারবে না। আমিতো এটি নিয়ে গর্বিত বোধ করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সব সময় দেশের স্বার্থ রক্ষা করি। আমি কখনও দেশ বা দেশের স্বার্থ (কারও কাছে) বিক্রি করি না।’

শেখ হাসিনা বলেন, তিনি মাথা উঁচু করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের মানুষের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২ দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুন নয়া দিল্লি যান প্রধানমন্ত্রী।

লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর এই প্রথম কোনো সরকার প্রধানের ভারতে দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হলো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...