পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগাষ্ট, বিকেল ৪ টায় ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পর্ষদ সভার পরবর্তী সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। নতুন সময়সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানিয়ে দেবে কোম্পানিটি।
ঢাকা স্ট্ক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত পর্ষদ সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা। পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে। একই বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা।
ডিএসই সূত্রে জানা গেছে, গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা হচ্ছে, ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। মোট শেয়ারের ৪১ শতাংশ ধারণ করছেন কোম্পানিটির উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২০ দশমিক ৫৫ শতাংশ শেয়ার। আর ৩৮ দশমিক ৪৫ শতাংশ আছে শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে।